
দিয়াবাড়ি, ঢাকা | ২১ জুলাই ২০২৫, সোমবার
আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার পরপরই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট—উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল স্টেশন থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছু সময় পরই উত্তরায় ভেঙে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছে। এখনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে চাঞ্চল্য, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক।
আরও তথ্য আসছে...